ক্যারিয়ার ইন টেক – পর্ব ২

Jan 23, 2021 |
Views: 822 |

Reading Time:

বাস্তবতাটা মেনে নিতেই হবে। বাংলাদেশের কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটদের একটা বড় অংশ (ক্ষেত্র বিশেষে ৫০% এরও বেশি) কোডিংএ বেশ দুর্বল। পারে না বললেই চলে। তারপর পাশ করে বের হয়ে যখন প্রোগ্রামার পদে চাকরি হয় না, তখন তাদের মধ্যে হীনমন্যতা ও হতাশা ঢুকে যায়। আশার কথা হচ্ছে, প্রোগ্রামার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়াও আইটি কোম্পানিগুলোতে প্রয়োজন হয় এমন অনেক প্রফেশন রয়েছে যার জন্য সরাসরি কোডিং জানার প্রয়োজন হয় না।

বাংলাদেশের ও বাংলাভাষী তরুণ তথ্যপ্রযুক্তিকর্মীদের উদ্দেশ্যে আস্থা আইটি নিয়ে এলো এই ওয়েব সিরিজ “ক্যারিয়ার ইন টেক”। আজকের এপিসোডটিতে থাকছে কোডিং লাগে না এমন কিছু IT ক্যারিয়ার অপশনস নিয়ে তথ্যবহুল আলোচনা।

Career In Tech is a web series by Astha IT, targeting young professionals seeking to develop their career in the tech / software industry. This episode discusses about 10 (ten) career options a fresh CS graduate can pursue that do not require any coding or programming skills.

SHARE ON SOCIAL MEDIA