গত পর্বে আমরা কথা বলেছিলাম এমন ৫টি প্রফেশন নিয়ে যেগুলো একজন কোডিং-এ দুর্বল কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটের জন্যে হতে পারে আদর্শ। তারই ধারাবাহিকতায় আজ থাকছে সেরকম আরও ৫টি আইটি ক্যারিয়ার নিয়ে আলোচনা, যেগুলো করতে প্রোগ্রামিং-এ দক্ষতার প্রয়োজন নেই। আজকের ভিডিওটি আসলে গত পর্বেরই দ্বিতীয় অংশ। প্রথম অংশটি দেখা না হয়ে থাকলে অবশ্যই সেটি আগে দেখে নেয়া ভাল হবে। লিঙ্ক এখানেঃ https://www.youtube.com/watch?v=8kN3xNPt37M
বাংলাদেশের ও বাংলাভাষী তরুণ তথ্যপ্রযুক্তিকর্মীদের উদ্দেশ্যে আস্থা আইটি’র ওয়েব সিরিজ “ক্যারিয়ার ইন টেক” এর ভবিষ্যৎ পর্বগুলোতে থাকবে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
Career In Tech is a web series by Astha IT, targeting young professionals seeking to develop their career in the tech / software industry. This and the previous episode combinedly discuss about 10 (ten) career options a fresh CS graduate can pursue that do not require any coding or programming skills.