আমাদের কোম্পানিতে প্রতিদিন গড়ে ৩টা করে ইমেইল আসে ইন্টার্নশিপের জন্যে আবেদন করে। আর শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে ৭ দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পরে ৫০০ থেকে ১০০০ এর মতো। এই বিশাল সংখ্যক আবেদনকারীদের অধিকাংশই ফ্রেশ কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটস, যাদের মধ্যে থেকে প্রাথমিক ইন্টারভিউর জন্যে ৫০জন বাছাই করতেও হিমশিম খেতে হয়। আবার যাদের ইন্টারভিউতে ডাকা হয়, তাদের অনেকেই সাধারণ সমস্যাগুলো সমাধান করতে পারে না। যার ফলে প্রথম চাকরিটি অনেক ফ্রেশারদের কাছেই সোনার হরিণে পরিণত হয়। অথচ কম্পিউটার সায়েন্সে চার বছরের ব্যাচেলর ডিগ্রীধারী একজনের কাছে ব্যাপারগুলো এতটা কঠিন হওয়া উচিৎ না।
বাংলাদেশের ও বাংলাভাষী তরুণ তথ্যপ্রযুক্তিকর্মীদের উদ্দেশ্যে আস্থা আইটি নিয়ে এলো এই ওয়েব সিরিজ “ক্যারিয়ার ইন টেক”। প্রথম এপিসোডটিতে থাকছে প্রোগ্রামারদের ফার্স্ট জবের জন্যে নিজেকে প্রস্তত করার একটি অব্যর্থ প্রেসস্ক্রিপশন।